স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে দু’জনকে ১ লাখ ৭০ হাজার টাকা অর্থদদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার জোয়ালভাঙ্গা গ্রামের জোয়ালভাঙ্গা মরা নদীর তীরে অভিযান পরিচালনা করা হয়। পরে বালু অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ভ্রাম্যমান আদালতে তাদেরকে দণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান খান।