স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে লাইফ জ্যাকেট প্রদান করেছে জেলা প্রশাসন। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বানিয়াচং উপজেলার হাওরপাড়ের অর্ধশতাধিক জেলেকে এসব জ্যাকেট প্রদান করেন জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় কারেন্ট জাল ব্যবহার বন্ধ করার শর্তে জেলেদের প্রধানমন্ত্রীর বিশেষ খাদ্য সহায়তা প্রদান করা হয়। জ্যাকেট ও খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, স্থানীয় ইউপি চেয়ারম্যান এরশাদ আলী প্রমূখ। এসময় জেলা প্রশাসক মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে জেলেদের কারেন্ট জাল ব্যবহার বন্ধ করার অনুরোধ জানান। আজ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের ইছবপুর, কাগাপাশা, বাগাগাতা, মকা, অলিমপুর, চমকপুর, হালিমপুর, গাজীপুর, সরলীহাটিসহ বিভিন্ন গ্রামের অর্ধশতাধিক জেলেকে লাইফ জ্যাকেট ও ত্রাণ দেওয়া হয়। এছাড়া এসব গ্রামের পানিবন্দি ৩ শতাধিক পরিবারের ঘরে ঘরে প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণ সহায়তার পৌছে দেন জেলা প্রশাসক। জেলায় ৭ শ’ ৫০ জন জেলেকে লাইফ জ্যাকেট প্রদান করা হবে বলে জানায় জেলা প্রশাসন।