স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে করোনা আক্রান্ত ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত ৮টায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টারে করোনায় আক্রান্ত শিশুটি মারা গেছে। হবিগঞ্জ থেকে শিশুটিকে মৃত্যুর ঘন্টাখানেক আগে ওই হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানের এক শ্রমিকের সন্তান। শিশুটি করেনায় আক্রানত হওয়ার পূর্বেই মরণঘাতি ক্যান্সারে আক্রান্ত ছিল বলে পারিবারিক সূত্রে জানা যায়। হাসপাতালের আরএমও ডা. সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যার কিছু আগে শিশুটিকে হবিগঞ্জের চুনারুঘাট থেকে এনে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।
এছাড়া আজ শুক্রবার সকালে করোনার উপসর্গ নিয়ে সিলেট সামছুদ্দিন আহমেদ হাসপাতালে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের এক যুবক মারা যান। তার লাশ করোনা রোগীর যাবতীয় নিয়মকানুন মেনে দাফন করা হবে বলে জানায় সিভিল সার্জন অফিস।
এদিকে রাত ১১.৫০ মিনিটে সিলেট পাঠানো নমুনা থেকে আরো একজনের পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্ত যুবক হবিগঞ্জ শহরের বাসিন্দা। এনিয়ে আজ ২১ জনের রিপোর্ট পজিটিভ আসে। এর আগে বিকেলে আরো ২০ জন করোনা শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে প্রশাসনের ১ জন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৪ জন, হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের ১ জন চিকিৎসক, ২ জন নার্স, ২ জন ব্রাদার, ২ জন প্যাথলজিস্ট, ২ জন এ্যাম্বুল্যান্স ড্রাইভার ও ২ জন ঝাড়–দার করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা অধিকাংশই হবিগঞ্জ জেলা শহরের বলে জানা গেছে। সব মিলিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪৭ জন।