বুধবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা

প্রকাশিত :

স্টাফ রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সভাপতি পদে বর্তমান সভাপতি এডভোকেট আবুল মনসুর, মঞ্জুর উদ্দিন শাহীন, সামছুল হক ও আব্দুল হান্নান প্রতিদ্বন্দ্বিতা করবেন। সহ-সভাপতি পদে এপিপি মোঃ আতাউর রহমান, আতাউর রহমান রুমি প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মোছাব্বির বকুল ও জসিম উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়াও আরও বিভিন্ন পদে নির্বাচন হবে। সকাল ১০টা থেকে বিকাল টা পর্যন্ত বিরামহীনভাবে ভোটগ্রহণ হবে। তবে ইফতারের সময় ভোট গণনা বিরতি থাকবে। মোট ভোটার ৬৬৮ জন। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

আজকের সর্বশেষ সব খবর