স্টাফ রিপোর্টার ॥ প্রেমের টানে ঘর ছেড়ে স্বামী-স্ত্রী সেজে শায়েস্তাগঞ্জ দাউদনগরে বসবাস। অবশেষে ঠিকানা হলো শ্রীঘরে।
এ ঘটনাটি ঘটেছে (১৬ এপ্রিল) মঙ্গলবার দুপুরে শায়েস্তাগঞ্জ পৌরসভা এলাকার দাউদনগরের খোকন মিয়ার ভাড়াটিয়া বাসায়। প্রেমিক যুগলকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
জানা যায়, বাহুবল উপজেলার অলিপুর গ্রামের বাসের হেল্পার গাজি মিয়ার সাথে মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের এক স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
স্কুল ছাত্রীর পরিবার বিষয়টি আঁচ করতে পেরে বাধ সাধে। এক পর্যায়ে এই প্রেমিক যুগল অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। স্বামী-স্ত্রী পরিচয়ে খোকন মিয়ার বাসা ভাড়া নেয় তারা। সেখানে কিছুদিন থাকার পর স্কুল ছাত্রীর পরিবার থানায় অভিযোগ দিলে পুলিশ গতকাল প্রেমিক গাজিকে আটক করে এবং স্কুলছাত্রীকে উদ্ধার করে। থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন ভূইয়া জানান, দুইজনকে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে।