বুধবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জ শহরে স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ চেষ্টা , আটক ১

প্রকাশিত :

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের এক স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টার অভিযোগে হৃদয় গোপ (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতার হৃদয় গোপ (২০) হবিগঞ্জ সদর উপজেলার বারাপৈত গ্রামের জোর্তিময় গোপের পুত্র। এ ঘটনায় ভিকটিমের মা সুশান্তি সরকার বাদি হয়ে হবিগঞ্জ সদর থানায় মামলা করেছেন।


জানা যায় , শহরের নোয়াহাটি এলাকার সুশান্তি সরকারের ১৫ বছরের কন্যাকে হৃদয় গোপ স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করতো।

এতে সে সাড়া না পেয়ে (১২ এপ্রিল ২০২৪) শুক্রবার  বিকালে কিশোরীকে অপহরন করে নিয়ে যায় স্টাফ কোয়ার্টার এলাকার দিনেশ কর্মকারের বাসায়।

এ সময় আটকে রেখে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে হৃদয় গোপ। এক পর্যায়ে ওই কিশোরী ফোন করে তার মাকে জানালে তার মা পুলিশ নিয়ে ওই বাসা থেকে তাকে উদ্ধার করে এবং হৃদয়কে আটক করে।


(১৫ এপ্রিল ২০২৪) সোমবার হৃদয়কে আদালতে প্রেরন করা হয়েছে। এ মামলায় আরও দুই জনকে ধরতে  অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ।

আজকের সর্বশেষ সব খবর