বুধবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

নীলভোমরা | গীতিকার মোহাম্মদ আব্দুল আজিজ

প্রকাশিত :

নীলভোমরা

 

মোহাম্মদ আব্দুল আজিজ

 

 

নীলভোমরা গুনগুনা গুন

করিস না রে আর,

গোলাপ কলি ওঠলে জেগে

দোষ হবে আমার।

দুষ্টু ভোমর, ডাকুরে তোর

মতলব ভালো না

তুই দিনদুপুরে মধু লুটতে

রাখিস ছলনা।

দ্যাখ! শ্যাম কালিয়ার বাঁশির সুরে

পাগল হতো রাধা,

তুমি কেন গান গাইতে

দিচ্ছ আমায় বাধা?

কৃষ্ণ যখন মধু লুটে

হয় তা লীলাখেলা,

মধু লুটার সব অপবাদ

কেন আমার বেলা?

গান গাওয়াতে কি দোষ আছে?

আমায় বলো না। -ঐ

শ্যাম কালিয়া করছে পিরিত

রাধা রানির সনে,

তোর পিরিতি হাজার ফুলে

ঘুরিস বনে বনে।

শোনব না তোর বেসুরো গান

এই করেছি পণ,

তুই যে হলে মনচোরা

মন করিস হরণ।

আমার সাথে তোর পিরিতি

আর যে হলো না। -ঐ

ফুলে ফুলে গান শোনানো

নিত্য আমার কাম,

ভালোবাসা ছাড়া আমি

লই না কোন দাম।

আমি তোমার কৃষ্ণ হবো

তোমায় করবো রাধা,

আমার সাথে ভাব করিতে

নেই তো কোন বাধা।

রাধাকৃষ্ণের লীলা করতে

এবার চল্ না। -ঐ

 

 

গীতিকার মোহাম্মদ আব্দুল আজিজ, যুক্তরাষ্ট্র , নিউইয়র্ক

আজকের সর্বশেষ সব খবর