বুধবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

আটক হলেন আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান

প্রকাশিত :

স্টাফ রিপোর্টার ।। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসাকে আটক করেছে পুলিশ।

(২৩ এপ্রিল) সোমবার রাত আড়াইটায় হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, ২০১৭ সালে আজমিরীগঞ্জ থানায় মর্তুজা হাসানের বিরুদ্ধে দায়ের করা এক মামলায় তাকে আটক করে পুলিশ।

এর আগে ২০১৮ সালের ৪ আগস্ট আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হয় উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসানের নামে। কিন্তু তার নামে ওয়ারেন্ট থাকা সত্বেও তিনি প্রকাশ্যে ছিলেন। মর্তুজা হাসানের আটকের বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম জানান আটকের পর উপজেলা চেয়ারম্যানকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মর্তুজা হাসান একজন প্রার্থী। তাকে আটকের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজকের সর্বশেষ সব খবর