স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ বহুলা গ্রামে সরকারি জমি থেকে দীর্ঘদিনের পুরোনো লাখ টাকা মূল্যের দুইটি গাছ কেটে ফেলেছে একদল দুর্বৃত্ত।
(২৩ এপ্রিল) সোমবার সকালে কেটে নেয়া হয় গাছ। এ নিয়ে গ্রামবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গ্রামবাসী বলছেন, যেখানে গরমের কারণে সরকার গাছ লাগানোর ওপর গুরুত্ব দিচ্ছে সেখানে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই একটি কড়ই ও একটি পুরোনো বটগাছের ডালপালা কেটে নিয়ে গেছে একই গ্রামের বাবুল মিয়া, রমজান আলী, মুখলিছ মিয়া, উজ্জল মিয়া, গনি মিয়া, সৈয়দ আলী, মাহমুদ উল্লা, নুরুজ্জামানসহ একদল লোক। তারা প্রথমে গাছ দুইটির সম্পূর্ণ ডালপালা কেটে নিয়ে যায়।
গ্রামবাসী জানান, উল্লেখিতরা গাছ দুটির মূলোৎপাঠনেরও প্রক্রিয়াও চালাচ্ছে । গ্রামবাসী বলছেন, দীর্ঘদিনের পুরোনো গাছ দুটির ছায়ার নিচে বসে সাধারণ মানুষসহ কৃষকরা তাদের কাজকর্ম করতেন। কিন্তু গাছ দুটি কেটে ফেলায় তারা এর ছায়া থেকে বঞ্চিত হবেন। এ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী।