বুধবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ দুই ডাকাত আটক

প্রকাশিত :

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর ও আশপাশের এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধ বৃদ্ধি পেয়েছে। পুলিশ সাড়াশি অভিযান চালিয়েও এদের দমন করতে পারছে না। আর এসব অপকর্মের নেপথ্যে রয়েছে শহরের কিছু চিহ্নিত চোর ডাকাত। তারা বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মবেশে দোকানপাট, চুরিসহ রাস্তাঘাটে ছিনতাই, চুরি ও ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে খুনসহ রয়েছে একাধিক মামলা।

(২৩ এপ্রিল) মঙ্গলবার রাতে সদর উপজেলার রামপুর খোয়াই নদীর বেরিবাধের ওপর দেশীয় অস্ত্র নিয়ে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়। বিষয়টি পুলিশ সুপারের নজরে এলে তার নির্দেশে ওসি অজয় চন্দ্রসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সদর উপজেলার দানিয়ালপুর গ্রামের আব্দুল বারিকের পুত্র কুখ্যাত ডাকাত মামুন মিয়া (২), চুনারুঘাট উপজেলার আমুরোড গ্রামের বাবুল মিয়ার পুত্র রাজু মিয়া (২২) কে আটক করেন। তখন তাদের সহযোগিরা পালিয়ে যায়।

তাদের স্বীকারোক্তিমতে দেশীয় অস্ত্রসহ ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

তারা জানায়, ওই সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় এসআই ফারুক বাদি হয়ে মামলা দিয়ে (২৪ এপ্রিল) বুধবার আদালতে প্রেরণ করেন। ওসি জানান, তাদের রিমান্ডে এনে আরও রহস্য উদঘাটন করা হবে। তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক ডাকাতির মামলা রয়েছে।

আজকের সর্বশেষ সব খবর