স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নসরতপুর থেকে সার, বীজসহ নানু মিয়া (৪০) নামের এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। (২৩ এপ্রিল) মঙ্গলবার রাতে সদর থানার ওসি অজয় চন্দ্রের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে সরকারের বরাদ্দকৃত ১০ কেজি করে ১১ বস্তা বীজ, ৫ কেজি করে ১৯ বস্তা সার ও ৫০ কেজি ওজনের ৫টি সারের বস্তা জব্দ করা হয়।
এ ঘটনায় কৃষি অফিসের কর্মচারী মাহাবুবুল হক বাদি হয়ে স্পেশাল পাওয়ার আইনে মামলা দায়ের করেন। তিনি নসরতপুর এলাকার রইছ মিয়ার পুত্র। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে সরকারি বরাদ্দের এসব পণ্য পাচার করে আসছে। তাকে রিমান্ডে এনে আরও রহস্য উদঘাটন করা হবে। গতকাল বুধবার বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।