বুধবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ পুকুরে বিষাক্ত ক্যামিকেল প্রয়োগ

প্রকাশিত :

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাহর পুকুরে বিষাক্ত ক্যামিকেল ঢেলে দেয়ার কারণে গোসল করতে আসা মানুষের শরীরে রোগ বালাই দেখা দিয়েছে। ২০১৪ সালের ২৯ নভেম্বর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় ঈদগাহ উদ্বোধন করেন। ঈদগাহর পুকুরের ঘাটলাসহ ঈদগাহর উন্নয়ন করা হয়। এরপর থেকে হবিগঞ্জ শহরের অনেকেই এ পুকুরে গোসল করেন। ঈদ ও জানাজার নামাজ পড়তে গিয়ে পুকুরে অযু করেন। কিন্তু পুকুরটি লিজ নেয়ার কারণে লিজ গ্রহিতা বিষাক্ত ক্যামিকেল ঢেলে রাক্ষুসে মাছ নিধন করে বিভিন্ন প্রজাতির মাছ ফেলে। এর ফলে গোসল করতে আসা মানুষের শরীরে চুলকানিসহ নানা সমস্যা দেখা দিচ্ছে।

অনেকেই বলেন, এর আগে এ পুকুরটিতে গোসল করলে এমনটি হতো না। এখন গোসল করার সাথে সাথেই চুলকানিসহ লাল হয়ে যায়। তাই বিষাক্ত ক্যামিকেল ঢালাকে দায়ি করছেন অনেকাই। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

আজকের সর্বশেষ সব খবর