স্টাফ রিপোর্টার ॥ মা আমার মা। যার আশীর্বাদ ও ভালোবাসা সব সময় আমার জীবন পরিপূর্ণ ছিল এবং এখনও আছে। মা ও বাবা পৃথিবীর অমূল্য সম্পদ। যাঁরা নিজেদের জীবনের দিকে না তাকিয়ে সন্তানের জীবনের জন্য সমস্ত সুখ- স্বাচ্ছন্দ বিলিয়ে দিয়েছেন। যাঁদের আদর, যত্ন ভালোবাসায় আজকের বেড়ে উঠা এই আমি। অশেষ শ্রদ্ধা, গভীর ভালোবাসা , অফুরন্ত কৃতজ্ঞতা আমার সম্মানিত মা-বাবার প্রতি। পৃথিবীর সমস্ত মা বাবাকে আল্লাহ সুখে ও শান্তিতে রাখুন। যাঁরা ইহকাল ত্যাগ করেছেন মহান আল্লাহ তাঁদেরকে বেহেস্ত নসিব করুন। গতকাল শুক্রবার হবিগঞ্জ পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম এর গর্ভধারিনী মা তার কার্যালয়ে গেলে তিনি তাকে ফুল দিয়ে বরণ করেন।
পরে এক ফেসবুক স্ট্যাটাসে উপরোক্ত কথাগুলো লিখে মাকে নিয়ে তিনি ভালোবাসা প্রকাশ করেন।