স্টাফ রিপোর্টার – এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় হবিগঞ্জে ৩ শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা, মায়িশা আক্তার নামে এক শিক্ষার্থীর মৃত্যু
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর গ্রামের মজিদ মিয়ার মেয়ে মায়িশা আক্তার (১৭)। সে সম্প্রতি হবিগঞ্জের বাহুবল উপজেলার শিমুলিয়া গ্রামে আত্মীয়ের বাড়ি বেড়াতে আসে। আজ এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে এতে সে অকৃতকার্য হয়। খবর পেয়ে সে ইঁদুর মারার ওষুধ খেয়ে ফেলে। স্বজনরা বিষয়টি টের পেয়ে দ্রুত হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এছাড়া পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় জেলার বাহুবল উপজেলার মহব্বতপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মেহেদি হাসান রুমি (১৬), একই উপজেলার বৃন্দাবন চা বাগানের অজিত রবিদাসের ছেলে করুনা রবিদাস (১৭) ও সদর উপজেলার পইল গ্রামের লিলু মিয়ার ছেলে শুভ মিয়া (১৬) ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তারা সকলেই হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।