বুধবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

শায়েস্তাগঞ্জে ট্রেনে নীচে কাটা পড়ে এক ব্যক্তির দুই পা খন্ডিত

প্রকাশিত :

স্টাফ রিপোর্টার ঃ হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ ট্রেনের নীচে কাটা পড়ে মানিক মিয়া ( ৪৫) নামে এক ব্যক্তির দুই পা খন্ডিত হয়েছে । মঙ্গলবার ( ১৪ মে ) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে পুরান থানার পেছনে এ দুর্ঘটনা ঘটে । জানা যায়, মঙ্গলবার সকালে মানিক মিয়া রেললাইন উপর দিয়ে হাটাহাটি করছিল । এ সময় ঢাকা গামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নীচে তার দুই পা খন্ডিত হয়। এ খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থল থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে নিয়ে যায় । চিকিৎসক তার অবস্থা আশংকা হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে । আহত মানিক মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে গৌরাঙ্গের চক গ্রামের মান্নান মিয়ার ছেলে ।

আজকের সর্বশেষ সব খবর