বুধবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

হবিগঞ্জের সাবেক মেয়র আতাউর  রহমান সেলিম গ্রেপ্তার

প্রকাশিত :
  • স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তাকে রাজধানীর ধানমন্ডি থানায় হস্তান্ত করে র‌্যাব-২। পুলিশ জানায়, র‌্যাব-২ হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিমকে সন্ধ্যা ৭টার দিকে ধানমন্ডি থানায় হস্তান্তর করেছে র‌্যাব। তবে কখন কোথায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে থানা পুলিশকে কিছুই জানায়নি তারা। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এরই মধ্যে হবিগঞ্জ পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা রওনা হয়েছেন। আতাউর রহমান সেলিমকে হবিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
আজকের সর্বশেষ সব খবর