বুধবার | ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

বানিয়াচংয়ে পাওনা টাকার জের কৃষককে ছুরিকাঘাত করে হত্যা

প্রকাশিত :

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বানিয়াচংয়ে পাওনা টাকার জের ধরে শাহাব উদ্দিন নামে এক কৃষককে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রবিবার দুপুরে উপজেলার মন্দরী গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায়, পাওনা টাকা নিয়ে মন্দরী গ্রামের কৃষক শাহাবুদ্দিনের সাথে একই গ্রামের তৌহিদুলের পূর্ব বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল রবিবার দুপুরে বাড়ি ফেরার পথে শাহাবুদ্দিনের উপর হামলা করে তৌহিদ ও তার লোকজন। এসময় শাহাবুদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। শাহাব উদ্দিন মন্দরী গ্রামের আলিম উদ্দিনের ছেলে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা করছে পুলিশ।


 

আজকের সর্বশেষ সব খবর