স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে এবার সোনালী ব্যাংক ম্যানেজারসহ নতুন ১২ জন করোনা শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬৬ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। নতুন আক্রান্তদের মধ্যে বানিয়াচং ১, বাহুবল ১, চুনারুঘাট ১, মাধবপুর ৩, নবীগঞ্জ ৫ ও সদরের ১ জন। এদের মধ্যে ১ জন নার্স ও ৩ জন সরকারী কর্মকর্তা রয়েছেন। বয়স ১৪ থেকে ৫১ বছরের মধ্যে। আজ বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল। সরকারী ৩ কর্মকর্তারা মাধবপুর উজেলার এবং নবীগঞ্জে আক্রান্তরা নারায়নগঞ্জ ফেরত বলে জানিয়েছে জেলা প্রশাসন। তবে আক্রান্ত ব্যাংক কর্মকর্তা বানিয়াচংয়ে কর্মরত আছেন বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন। এর ফলে করোনা আক্রান্তের দিক থেকে সিলেট বিভাগের মাঝে ভয়াবহ আকার ধারণ করেছে হবিগঞ্জ জেলা।
এর আগে জেলা প্রশাসনের এডিএম, ৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ চিকিৎসকসহ ১৬ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হন। আক্রান্তদের অধিকাংশই হবিগঞ্জ জেলা শহরের বলে জানা গেছে। এ প্রেক্ষিতে লকডাউন করা হয়েছে হবিগঞ্জ সদর হাসপাতাল। করোনা আক্রান্ত হওয়ায় বাহুবল উপজেলার গোহারুয়া গ্রামটি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। লাখাই উপজেলার ডাক্তার ও নার্স করোনা আক্রান্ত হওয়ায় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে। বানিয়াচং, আজমিরীগঞ্জসহ অন্যান্য উপজেলায়ও আক্রান্ত এলাকা লকডাউন করা হয়েছে। এদিকে করোনা আক্রান্ত হয়ে চুনারুঘাটের এক শিশু মারা গেছে।