স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে মহান মে দিবস উপলক্ষ্যে কর্মহীন সেলুন শ্রমিকদের খাদ্য সামগ্রী প্রদান করেছে জেলা প্রশাসন। আজ সকালে শহরের নিমতলা মাঠে শতাধিক শ্রমিকদের এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়। করোনা ভাইরাসের কারণে শহরের বিভিন্ন সেলুন ব্যবসায়ী ও শ্রমিকরা বেকার হয়ে পড়েন। এসব পরিবারের সদস্যদের হাতে সরকারী এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও এনডিসি প্রতিক মন্ডল।