স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বাহুবল, সদর ও আজমিরীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ২ জন।
বাহুবলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নোয়াঐ ও জারিয়া বিলে পৃথক দুটি বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে নোয়াঐ গ্রামের কিশোর আকাইদ তার বড় ভাই জুনাইদসহ কয়েকজনকে নিয়ে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যায়। দুপুরে আকস্ম্যিক বজ্রপাতে আকাইদ ঘটনাস্থলেই মারা যায়। এতে তার ভাই জুনাইদ ও বন্ধু উসমান আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসাপাতালে ভর্তি করা হয়। এদিকে উপজেলার জারিয়া বিলে নরছ উদ্দিন নামে এক যুবক মাছ ধরতে গেলে বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত আকাইদ উপজেলার নোয়াঐ গ্রামের দরদ মিয়ার ছেলে। অন্য নিহত নরছ উদ্দিন মানিকা গ্রামের আব্দুস ছালামের ছেলে। বিকেলে নিহতদের লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
এছাড়া আজমিরীগঞ্জে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে লিলু মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কালনী-কুশিয়ারা নদীর তীরে বাঁশমহল এলাকায় এ ঘটনা ঘটে। আজমিরীগঞ্জ থানার এসআই মফিজুল ইসলাম জানান, সকালে বজ্রপাত ঘটলে তিনিও ঘটনাস্থলেই লিলু মারা যান। এক পর্যায়ে কালনী-কুশিয়ারা নদীর তীরে তার মরদেহ পান।
অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজলার পইল গ্রামের এক যুবক বজ্রপাতে মারা যান।