শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলা বহুলা গ্রামে করোনা উপসর্গে মনিরুল ইসলাম (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শায়েস্তাগঞ্জ পৌরসভার উবাহাটা গ্রামে নানার বাড়িতে স্বাস্থ্য বিধি মেনে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।
মনিরুল ইসলাম সদর উপজেলার বহুলা গ্রামে শশুড়বাড়িতে শ্বাসকষ্ট জনিত কারণে শয্যাশায়ী ছিলেন। আজ তার অবস্থার অবনতি ঘটলে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। মনিরুল নাসিরনগর উপজেলার নুরপুর গ্রামের মোঃ জমির আলীর পুত্র। তিনি ঢাকায় ব্যবসা করতেন। হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার শাখাওয়াত হোসেন রুবেল জানান, করোনা উপসর্গ নিয়ে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে স্বাস্থ্যবিধি মেনে জানাযা শেষে নিহতের নানার বাড়ি কবর স্থানে দাফন করা হয়েছে।