স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিকাল ৪ টা পরেও ব্যবসা পরিচালনা, মুখে মাস্ক ব্যবহার না করাসহ স্বাস্থ্যবিধি না মানায় ৩ জনকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে শহরের বাণিজ্যিক এলাকা, তিনকোনা পুকুর পাড়, ঘাটিয়া বাজার ও চৌধুরীবাজার এলাকায় তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ২৭শ‘ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন আরাফাত রানা। এ সময় তাকে সহযোগীতা করে সদর থানার একদল পুলিশ। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন আরাফাত রানা জানান, জেলা প্রশাসকের নির্দেশে আমরা এ অভিযান পরিচালনা করেছি। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আইন এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।