স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে করোনা আক্রান্ত রোগীদের বাসায় বাসায় ফলের ঝুড়ি, খাদ্য সামগ্রী ও নগদ টাকা পৌছে দিয়েছেন জেলা প্রশাসক। আজ সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন উপজেলা ও পৌর শহরের করোনা রোগীদের এ সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
সকালে জেলা প্রশাসক বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলার করোনা রোগীদের চিকিৎসা ব্যবস্থা সরাসরি পরিদর্শন করেন। তিনি নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের খোঁজ নেন।
এ সময় করোনা আক্রান্ত ১টি পরিবারকে ৫ হাজার টাকার চেক প্রদান করেন এবং অস্বচ্ছল ব্যক্তিদের খাদ্য সহায়তা প্রদান করা হয় । স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ,কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুছা, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল।
দুপুরে জেলা প্রশাসক শহরের ইনতাবাদ, সবুজবাগসহ বিভিন্ন এলাকার করোনা রোগীদের বাসায় বাসায় ফল ও খাদ্য সামগ্রী পৌছে দেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, পৌর মেয়র মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হাসান রুবেলসহ দফতরের কর্মকর্তারা। এর আগে সকাল শহরের আহসানিয়া মিশনে ৪৪ জন এতিম শিশুকে ১ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার, সাবেক পৌর মেয়র শহীদ উদ্দিন চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহসান প্রমূখ।