স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে এক চিকিৎসকসহ নতুন করে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৪ জন পুরষ ও ১জন মহিলা। এ নিয়ে হবিগঞ্জ জেলায় করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ২৬ জনে। যা সিলেট বিভাগের জেলাগুলোর মাঝে সবচেয়ে বেশী। শুক্রবার রাত সাড়ে ১১টায় হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জল বিষয়টি নিশ্চিত করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে তাদের করোনা পজিটিভ ধরা পড়ে। নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে ৪ জনই চুনারুঘাট উপজেলার। তাদের মধ্যে একজন চিকিৎসক আছেন। বাকি ১ জন লাখাই উপজেলার। এর আগে বৃহস্পতিবার ৩ জন রোগী করোনা শনাক্ত হন। বৃহস্পতিবার আক্রান্তদের মধ্যে বাহুবলের একজন নারী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ব্রাদার ও আজমিরীগঞ্জের একজন নারী ছিলেন। এর আগে, গত মঙ্গলবার ২ জন, সোমবার ১০ জন, বুধবার ৫ জন এবং ১১ এপ্রিল হবিগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হন। তারা সবাই বর্তমানে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। এদিকে করোনা আক্রান্ত হওয়ায় বাহুবল উপজেলার গোহারুয়া গ্রামটি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এর আগে লাখাই উপজেলার ডাক্তার ও নার্স করোনা আক্রান্ত হওয়ায় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে।